অকল্যান্ডের ম্যাচ 'ফাইনালের মহড়া' নয় ক্লার্কের কাছে

অকল্যান্ডে বিশ্বকাপের দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচটিকে অনেকেই ফাইনালের মহড়া হিসেবে দেখছেন। মাইকেল ক্লার্ক বিষয়টিকে সেভাবে দেখেন না। আর এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না বলেও জানিয়ে দিয়েছেন চোট থেকে ফেরত আসা অস্ট্রেলিয়ার অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 10:21 AM
Updated : 27 Feb 2015, 12:50 PM

শনিবারের ম্যাচটি নিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ক্লার্ক জানান, আপতত সামনে থাকা ম্যাচ নিয়েই ভাবছেন তিনি।

"আমি আগে আগামীকাল (শনিবার) নিয়ে চিন্তা করব। ফাইনাল নিয়ে পরে ভাবব।"

ইডেন পার্কের এই ম্যাচে জয়-পরাজয়ই হয়ত নির্ধারণ করে দেবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে কোন দল। ম্যাচটি জয়ের জন্য তাই মরিয়া ক্লার্ক। তবে কাজটি সহজ হবে না বলেই মনে করেন তিনি।

"এটা অবশ্যই বড় একটি ম্যাচ, গ্যালারি ভরা থাকবে। নিউ জিল্যান্ড সবসময়ই কঠিন প্রতিপক্ষ।"

নিউ জিল্যান্ডের অনমনীয় মনোভাবের প্রসঙ্গ টেনে সতীর্থদের সতর্কও করে দেওয়ার কথাও বলেন ক্লার্ক।

"গতকাল (বৃহস্পতিবার) আমাদের একটি টিম মিটিং হয়েছে। আমি ছেলেদের বলেছি এবং খুব পরিষ্কার করে দিয়েছি, আমার ক্যারিয়ারে... আমি নিউ জিল্যান্ডের বিপক্ষে কোনো সহজ ম্যাচ মনে করতি পারছি না।"

গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করানো ক্লার্ক নিজের ফেরা নিয়েও কথা বলেন।

"আমার চোট, বলা উচিৎ আমার পুরানো চোট; এটা নিয়ে কথা বলে আর পড়ে প্রত্যেকেই ক্লান্ত। শরীর খুব ভালো মনে হচ্ছে, সত্যি আমি কঠোর পরিশ্রম করেছি।"