অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত নিউ জিল্যান্ড দল

ফাস্ট বোলার টিম সাউদিকে নিয়ে শঙ্কা কেটে গেছে। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষেও অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে নিউ জিল্যান্ড। এই নিয়ে টানা চার ম্যাচে একই একাদশ খেলাতে যাচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 06:22 AM
Updated : 27 Feb 2015, 12:50 PM

বৃহস্পতিবার বিকালে অকল্যান্ডের ইডেন পার্কে ফিল্ডিং অনুশীলন করার সময় বল সাউদির কাঁধে আঘাত লাগে। এর পরপরই ড্রেসিং রুমে ফিরে যান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ উইকেট নেয়া এই পেসার।

পরে নেটে আর অনুশীলন করেননি গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৭ উইকেট নেয়া সাউদি। তবে নিউ জিল্যান্ডের এই পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য 'ফিট' আছেন।

ম্যাচের আগের দিন শুক্রবার ইডেন পার্কের সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সাউদির ফিট থাকার কথা জানিয়ে দল অপরিবর্তিত রাখার কথা বলেন।

"সে ভালো আছে। আজ (শুক্রবার) সে ভালো বল করেছে। সে তার কাজ করতে পেরেছে, তাই সে খেলবে বলে আশা করতে পারি আমি। আমাদের কম্বিনেশনটা ভালো কাজ করেছে।"

এই দল নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম তিনটি ম্যাচে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় নিউ জিল্যান্ড।