সাউদির কাঁধে চোট

নিউ জিল্যান্ডের বিশ্বকাপ অভিযানে চোট হানা দিয়েছে। অনুশীলনের সময় ডান কাঁধে ব্যথা পেয়েছেন দারুণ ফর্মে থাকা দলটির পেসার টিম সাউদি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 03:43 PM
Updated : 26 Feb 2015, 03:43 PM

বৃহস্পতিবার বিকালে অকল্যান্ডের ইডেন পার্কে ফিল্ডিং অনুশীলন করার সময় বল সাউদির কাঁধে আঘাত লাগে। এর পরপরই ড্রেসিং রুমে ফিরে যান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ উইকেট নেয়া এই পেসার।

পরে নেটে আর অনুশীলন করেননি গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৭ উইকেট নেয়া সাউদি। তবে দলটির এক মুখপাত্র জানায়, কাঁধে ব্যথা অনুভব করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে কোনো আশঙ্কা নেই।

২৬ বছর বয়সী এই পেসার নিজেও শনিবার মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানায় ওই মুখপাত্র।

আগামী শনিবার অকল্যান্ডের এই মাঠেই এবারের বিশ্বকাপের আরেক স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। 

৩ ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পুল 'এ'-এর শীর্ষে আছে নিউ জিল্যান্ড।