সুস্থির নয় ব্যাটিং অর্ডার

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছেই। এবার সাকিব আল হাসানকে ছয় ও মুশফিকুর রহিমকে সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 01:50 PM
Updated : 26 Feb 2015, 03:55 PM

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নয় নম্বরে নামানো হয় মুমিনুল হককে। ১০৫ রানে জেতা সেই ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, সাতে খেলবেন মুমিনুল।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সাতে খেলেননি মুমিনুল, চারে নামেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই বাঁহাতি ব্যাটসম্যান ওপরে আসায় মাহমুদুল্লাহ পাঁচে, সাকিব ছয়ে ও মুশফিক সাতে ব্যাটিংয়ে নামেন।

দলের সেরা ব্যাটসম্যানদের ওপরে না খেলিয়ে আরো নিচে নামিয়ে দেয়া প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “সাকিব পাঁচেই খেলার কথা ছিল। দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় ভালো জুটি গড়ার জন্য মুমিনুলকে ওপরে পাঠানো হয়। সে আবারো ব্যর্থ হয়েছে।”

জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ১ রান করে বিদায় নেন মুমিনুল।

সাকিবকে ছয় ও মুশফিককে সাতে খেলানোর অন্য কোনো কারণ নেই বলে জানান মাশরাফি।

৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সেরা জুটি গড়ে ওঠে সাকিব-মুশফিকের মধ্যে। সাকিব ৪৬ ও মুশফিক ৩৬ রান করেন।