বড় হারে অজুহাত নেই মাশরাফির

শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারেরর পর কোনো অজুহাত দাঁড় করাননি মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, ফিল্ডিং ও বোলিং ব্যর্থতায়ই হেরেছে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 01:34 PM
Updated : 26 Feb 2015, 03:55 PM

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেয়া ৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমাদের ব্যাটিং ও বোলিং মান অনুযায়ী ছিল না। বোলিং বিভাগ ভালো করেনি। ফিল্ডিং নিয়ে আমি খুব হতাশ। তবে এই হারের জন্য আমি কোনো অজুহাত দেখাচ্ছি না। ভালো করতে পারিনি বলে হেরেছি।”

মাশরাফি জানান, শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি তারা।

“আমরা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। ক্যাচগুলো নিলে অন্যরকম হতে পরতো।”

২৮০ রানের মধ্যে প্রতিপক্ষকে বেধে রাখতে পারলে জেতা সম্ভব ছিল বলে মনে করেন মাশরাফি।

“২৮০ রানের মধ্যে রাখা গেলে তাড়া করা সম্ভব ছিল। সেই সময়ে সাকিব, মুশফিক আউট না হলে অনেক দূর যাওয়া যেত।”

“ব্যাটিং, বোলিংয়ে আমরা কোনো জুটি করতে পারিনি। ক্যাচ হাতছাড়া হওয়া খেলার অংশ। তবে আরেকটু ভালো জায়গায় বল করতে পারলে আরো সুযোগ আসতো। সব মিলিয়ে এটা খুব হতাশাজনক,” যোগ করেন তিনি।