নিষেধাজ্ঞার হুমকিতে ডি ভিলিয়ার্স

ভারতের বিপক্ষে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানার মুখে পড়া এবি ডি ভিলিয়ার্সের সামনে এবার এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা। এজন্যে চাপে আছেন বলেও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 01:23 PM
Updated : 26 Feb 2015, 03:57 PM

গত রোববার ভারতের কাছে ১৩০ রানে হারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দেন ডি ভিলিয়ার্স। আর দলের অন্যান্য সদস্যদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় দক্ষিণ আফ্রিকা দল আরেকবার 'স্লো ওভার রেট'-এর অভিযুক্ত হলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন দলটির অধিনায়ক।

ডি ভিলিয়ার্স বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের বলেন, "আমি চাপে আছি। হ্যা, আমরা জানি। এই ব্যাপারে আমরা ভালোভাবে আলোচনা করেছি। এটা ঠিকভাবে করা ছাড়া এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।"

ডি ভিলিয়ার্সের মতে, বিশ্বকাপের সব অধিনায়কই এই চাপে আছে।

আগামী শুক্রবার সিডনির এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

দুই ম্যাচের একটিতে জেতা দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট নিয়ে পুল 'বি'-এর চতুর্থ স্থানে আছে।