বোলারদের হাত ধরে ঢাকা মেট্রোর জয়

শেষ দিনে বোলারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে ঢাকা মেট্রো। জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে সিলেট বিভাগকে ১৩৫ রানের হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 12:04 PM
Updated : 26 Feb 2015, 12:04 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ দিনে সিলেট বিভাগকে হারাতে হলে নয় উইকেট দরকার ছিল ঢাকা মেট্রোর। শরিফুল্লাহ তিনটি, শহিদ, ইলিয়াস সানি, মার্শাল আইয়ুব দুটি করে উইকেট নিয়ে সে প্রয়োজন মিটিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে শতক করা ঢাকা মেট্রোর শামসুর রহমান ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

জয়ের জন্য শেষ দিনে ৩২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সিলেটের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন (১২) ও রোমান আহমেদ (৯)।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০১.২ ওভারে ২২২ রানে অলআউট হয় সিলেট। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন রোমান।

প্রথম ইনিংসে ১৭১ রানে তুলেছিল দলটি।

প্রথম ইংনিংসে ২৬৪ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে ২৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেটকে ৩৫৮ রানের লক্ষ্য দেয় ঢাকা মেট্রো।