তাসামুল-শুক্কুরের শতকে ড্র করল চট্টগ্রাম

তাসামুল হক ও ইরফান শুক্কুরের ব্যাটিং দৃঢ়তায় বরিশাল বিভাগের সঙ্গে ড্র করেছে চট্টগ্রাম বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 11:05 AM
Updated : 26 Feb 2015, 11:05 AM

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে চট্টগ্রামকে ড্র এনে দেয়ার পথে ১২০ রানে তাসামুল ও ১০৪ রানে শুক্কুর অপরাজিত থাকেন।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির দুই নম্বর মাঠে বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনের খেলা চট্টগ্রাম শুরু করে আগের দিনের ৫৩/২ স্কোর নিয়ে।

আব্দুল্লাহ আল মামুন ২৯ ও তাসামুল ৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরুর পর মামুন ব্যক্তিগত ৭৭ রানে আউট হলে দলের হাল ধরেন তাসামুল ও শুক্কুর।

দ্বিতীয় ইনিংসে মোট নয় বোলার ব্যবহার করলেও তাসামুল-শুক্কুর জুটি ভাঙা সম্ভব হয়নি। চতুর্থ উইকেট জুটিতে ১৭৭ রান যোগ করে দলকে ড্র এনে দিয়ে অপরাজিত থাকেন দুজনে।

তাসামুলের ২৬০ বলের ইনিংসটি ১৪টি চার ও একটি ছক্কায় সাজানো। আর শতক তুলে নেয়ার পথে ২০টি চার মানের শুকুর।

প্রথম ইনিংসে মোসাদ্দেক হোসেনের দ্বিশতকে (২৮২) ভর করে প্রথম ইনিংসে ৫৯৭ রান তোলে বরিশাল। আর চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ৯৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৩২৪ রান তোলে চট্টগ্রাম বিভাগ।

প্রথম ইনিংসে খেলা দ্বিশতকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক।