রাজশাহীকে ইনিংস ব্যবধানে হারাল রংপুর

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দারুণ এক জয় পেয়েছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগকে ইনিংস ও ১ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 09:31 AM
Updated : 26 Feb 2015, 09:31 AM

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ২৬৩ রানের অলআউট হয় রাজশাহী। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল রংপুর।

প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে ৬৬ রানে ৪ উইকেট নিয়ে মূল ভূমিকা রাখেন রংপুরের সাজেদুল ইসলাম। এছাড়া ৩ উইকেট নেন তানভীর হায়দার। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার ১ উইকেটে ৮৫ রান নিয়ে খেলতে নেমে দিনের প্রথম ভাগেই দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

৯ নম্বরে ব্যাট করতে নামা মুক্তার আলী ৭০ রানে অপরাজিত থাকলেও সঙ্গীর অভাবে লজ্জার হার এড়াতে পারেননি। উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান করেন ৬১ রান।

১৭৩ রান করা রংপুরের লিটন কুমার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।