'ভিন্ন ওয়েস্ট ইন্ডিজকে দেখবে দ. আফ্রিকা'

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ভিন্ন এক ওয়েস্ট ইন্ডিজকে দেখবে বলেই মনে করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 09:20 AM
Updated : 26 Feb 2015, 03:57 PM

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে উড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এই দুর্গতি বিশ্বকাপে তারা পেছনে ফেলবে বলেই বিশ্বাস দেশটির অধিনায়কের।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সংবাদ সম্মেলনে হোল্ডার বলেন, "এটা ভিন্ন এক খেলা। আমরা বিশ্বকাপে এসেছি। দক্ষিণ আফ্রিকা সফর এখন শেষ।"

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম তিনটি ম্যাচের দুটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম দুই ম্যাচের একটিতে জেতে। এদিক থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া আছে।

হোল্ডার বলেন, "আমাদের দুটি জয় আছে, সুতরাং এই ম্যাচে কিছু গতি নিয়ে যাচ্ছি আমরা।"

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেই ফর্মে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলস। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিশতক করা গেইল আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেন। স্যামুয়েলসও শতক করেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম তিনটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের রান ৩০০ পেরোয়। তবে বোলিং নিয়ে একটু দুশ্চিন্তা আছে তাদের। এই ম্যাচে তাই বোলারদের ভালো করার তাগিদ দিলেন হোল্ডার।

"গত সাতটি ম্যাচে আমরা আসলে মাঝের ওভারগুলোতে ভালো বল করিনি; …আমাদের আরেকটু আঁটসাঁট বোলিং করতে হবে।"