আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখানোয় কেভিনের জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে জরিমানা গুনতে হচ্ছে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনকে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 05:24 PM
Updated : 25 Feb 2015, 05:24 PM

বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্যাবায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আম্পায়ারের ডাকা একটি ওয়াইড বল নিয়ে দ্বিমত পোষণ করেন কেভিন।

আমিরাতের ইনিংসের ৪৮তম ওভারে কেভিনের প্রথম বলটি ওয়াইড ডাকেন আম্পায়ার। পরের বলটি করার আগ পর্যন্ত এ নিয়ে আম্পায়ারকে প্রশ্ন করেন কেভিন।

বিষয়টি নিয়ে ম্যাচ শেষে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাঠগড়ায় দাঁড়াতে হয় কেভিনকে। নিজের অপরাধ স্বীকার করে মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন তিনি।

মাঠের আম্পায়ার মাইকেল গফ ও নাইজেল লং কেভিনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন।

আমিরাতের বিপক্ষে ম্যাচটি ২ উইকেটে জেতে আইরিশরা।