বাংলাদেশের ম্যাচে আধিপত্য চান ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে প্রথম বল থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়ক মনে করছেন, জয় পেতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 10:31 AM
Updated : 25 Feb 2015, 10:35 AM

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগের দিন দলের অধিনায়ক জানান, যে কোনো ম্যাচ জিততে পারে বা নিজেদের দিনে জিততে পারে এমন কোনো দলকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না।

“আমাদের প্রথম বল থেকে আধিপত্য বিস্তার করতে হবে। আর খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ম্যাচে থাকতে হবে।”

বাংলাদেশের নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে ভাবছেন না জানিয়ে ম্যাথিউস বলেন, “বাংলাদেশ খুব ভালো দল। ওদের খুব ভালো ব্যাটসম্যান রয়েছে; ভালো অলরাউন্ডার ও ভালো বোলার রয়েছে। তাই আমরা নির্দিষ্ট একজন খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করতে পারি না।”

“ওদের সাত বা আট ব্যাটসম্যানকে আমাদের আউট করতে হবে। ওদের বোলারদের ভালোভাবে মোকাবেলা করতে হব। যে সেরা ক্রিকেট খেলবে সেই জিতবে। কাল আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই,” যোগ করেন শ্রীলঙ্কার অধিনায়ক।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার জয় ৩২ ম্যাচে, আর বাংলাদেশে জিতেছে চারটিতে। ম্যাথিউস জানান, পরিসংখ্যানে এগিয়ে থাকার কোনো প্রভাব মাঠের লড়াইয়ে পড়ে না।

“সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো করছে। এটা বিশ্বকাপের ম্যাচ। এটা আমাদের সবার জন্য চাপের ম্যাচ হতে যাচ্ছে।”