বল স্টাম্পে, বেল না পড়ায় বেঁচে গেলেন জয়েস!

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একাদশতম ওভারে অন্যরকম এক 'জীবন' পেয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এড জয়েস। পেসার আমজাদ জাভেদের বল স্টাম্পে আঘাত হানলেও বেল পড়েনি বলে আউট হননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 10:15 AM
Updated : 25 Feb 2015, 10:21 AM

জাভেদ তার প্রথম ওভারে বল করতে এসে চতুর্থ বলেই স্টাম্পে বল লাগান। স্টাম্পে লাগানো বাতিও জ্বলে ওঠে। আলো দেখেই আনন্দ শুরু করে দেন জাভেদ। তার সঙ্গে উদযাপনে যোগ দেন অন্যরাও।

একটু পর অবশ্য তাদের আনন্দ থেমে যায়। অবাক হয়ে আমিরাতের খেলোয়াড়রা লক্ষ্য করেন, আম্পায়ার আউটের জন্য আঙুল তোলেননি। পরে তারা খেয়াল করেন, বেলই পড়েনি!

টিভি রিপ্লেতে দেখা যায় স্টাম্পে বল লেগে এক পাশের বেল খানিক ওপরে ওঠে। কিন্তু আবার বেল ঠিক জায়গায় বসে যায়। তখন ১৬ রানে থাকা জয়েস বড় বাঁচা বেঁচে যান।

পরে অবশ্য ওই পাশের দুটি স্টাম্প সরিয়ে নেয়া হয়। বসানো হয় নতুন স্টাম্প।

জয়েস শেষ পর্যন্ত জাভেদের বলেই আউট হন। তবে উইকেটের পেছনে স্বপ্নিল পাতিলের কাছে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৪৯ বলে ৩৭ রান করেন তিনি।