শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে এনামুল?

ব্যাটিং করতে কোনো সমস্যা হচ্ছে না আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিমের। তবে উইকেটের পেছনে তিনি দাঁড়াতে পারবেন কী না - তা জানতে আরো অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 04:51 AM
Updated : 25 Feb 2015, 10:36 AM

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “সে (মুশফিক) এখন সম্পূর্ণ ভালো আছে। আজ (বুধবার) নেটে ব্যাটিং অনুশীলন করেছে।”

বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন কী না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকাল নাগাদ ফিজিও এটা বলতে পারবেন।

“আজও মুশফিক ব্যাটিং করেছে। ব্যথা নাই, ফোলাও নাই, ব্যাটিং করতে কোনো সমস্যা নাই। আশা করছি, কোনো সমস্যা হবে না।”

উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকও উইকেটরক্ষক। মুশফিকের চোটের কারণে উইকেটের পেছনে তার দাঁড়ানো নতুন নয়। ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি ‘কিপিং’ অনুশীলনও নিয়মিতই করেন তিনি।

এনামুলের উপস্থিতিতে তাই নির্ভার মাশরাফি। তিনি বলেন, মুশফিকের কিপিং করতে সমস্যা হলে আমাদের বিজয় (এনামুল) আছে। আশা করি কোনো সমস্যা হবে না।”