ম্যাচ রেজাল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচের ফল:

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2015, 07:16 AM
Updated : 27 March 2016, 01:22 PM

সুপার টেন-গ্রুপ ১: আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১২৩/৭ (শাহজাদ ২৪, উসমান ৪, স্তানিকজাই ১৬, নাইব ৮, সেনওয়ারি ১, জাদরান ৪৮*, নবি ৯, শফিকুল্লাহ ৪, রশিদ ৬*; বদ্রি ৩/১৪, রাসেল ২/২৩, স্যামি ১/১৭, বেন ১/১৮)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১১৭/৮ (চার্লস ২২, লুইস ০, ফ্লেচার ১১*, স্যামুয়েলস ৫, রামদিন ১৮, ব্রাভো ২৮, রাসেল ৭, স্যামি ৬, ব্রেথওয়েইট ১৩, বদ্রি ২*; নবি ২/২৬, রশিদ ২/২৬, হামজা ১/৯, নাইব ১/১৪, হাসান ১/১৯)

ফল: আফগানিস্তান ৬ রানে জয়ী

ম্যাচ সেরা: নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)

সুপার টেন গ্রুপ-১: ইংল্যান্ড-শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৪ (রয় ৪২, হেলস ০, রুট ২৫, বাটলার ৬৬*, মর্গ্যান ২২, স্টোকস ৬*; ভ্যান্ডারসে ২/২৬, হেরাথ ১/২৭)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৮ (চান্দিমাল ১, দিলশান ২, শ্রিবর্ধনে ৭, থিরিমান্নে ৩, ম্যাথিউস ৭৩*, কাপুগেদেরা ৩০,  পেরেরা ২০, শানাকা ১৫, হেরাথ ১, ভ্যান্ডারসে ০*; জর্ডান ৪/২৮, উইলি ২/২৬, প্লানকেট ১/২৩)

ফল: ইংল্যান্ড ১০ রানে জয়ী

ম্যাচ সেরা: জস বাটলার

সুপার টেন গ্রুপ-২: নিউ জিল্যান্ড-বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪৫/৮ (নিকোলস ৭, উইলিয়ামসন ৪২, মানরো ৪৫, টেইলর ২৮, অ্যান্ডারসন ০, এলিয়ট ৯, রনকি ৯*, স্যান্টনার ৩, ম্যাককালাম ০, ম্যাকক্লেনাগান ৬*; মুস্তাফিজ ৫/২২, আল আমিন ২/২৭, মাশরাফি ১/২১)

বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৭০ (তামিম ৩, মিঠুন ১১, সাব্বির ১২, সাকিব ২, সৌম্য ৬, মাহমুদউল্লাহ ৫, মুশফিক ০, শুভাগত ১৬*, মাশরাফি ৩, মুস্তাফিজ ৬, আল আমিন ০; এলিয়ট ৩/১২, সোধি ৩/২১, ম্যাকক্লেনাগান ১/৩, ম্যাককালাম ১/৬, স্যান্টনার ১/১৬)

ফল: নিউ জিল্যান্ড ৭৫ রানে জয়ী

ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন

সুপার টেন গ্রুপ-১: ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২২/৮ (আমলা ১, ডি কক ৪৭, দু প্লেসি ৯, রুশো ০, ডি ভিলিয়ার্স ১০, মিলার ১, ভিজে ২৮, মরিস ১৬*, ফ্যাঙ্গিসো ৪; গেইল ২/১৭, ব্রাভো ২/২০, রাসেল ২/২৮)

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১২৩/৭ (চার্লস ৩২, গেইল ৪, ফ্লেচার ১১, স্যামুয়েলস ৪৩, ব্রাভো ৮, রাসেল ৪, স্যামি ০, ব্রেথওয়েইট ১০*, রামদিন ১*; তাহির ২/১৩, ভিজে ১/১৯, ফ্যাঙ্গিসো ১/১৯, মরিস ১/৩২, রাবাডা ১/৩৮)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: মারলন স্যামুয়েলস

সুপার টেন গ্রুপ-২: বাংলাদেশ-ভারত

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৪৬/৭ (রোহিত ১৮, ধাওয়ান ২৩, কোহলি ২৪, রায়না ৩০, পান্ডিয়া ১৫, ধোনি ১৩*, যুবরাজ ৩, জাদেজা ১২, অশ্বিন ৫*; মাশরাফি ০/২২, শুভাগত ১/২৪, আল আমিন ২/৩৭, মুস্তাফিজ ২/৩৪, সাকিব ১/২৩, মাহমুদউল্লাহ ১/৩)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৫/৯ (তামিম ৩৫, মিঠুন ১, সাব্বির ২৬, সাকিব ২২, মাশরাফি ৬, মাহমুদউল্লাহ ১৮, সৌম্য ২১, মুশফিক ১১, শুভাগত ০*, মুস্তাফিজ ০; নেহরা ১/২৯, বুমরাহ ০/৩২, অশ্বিন ২/২০, জাদেজা ২/২২, পান্ডিয়া ২/২৯, রায়না ১/৯)

ফল: ভারত ১ রানে জয়ী

ম্যাচ সেরা: রবিচন্দ্রন অশ্বিন

সুপার টেন গ্রুপ-১: আফগানিস্তান-ইংল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৪২/৭ (রয় ৫, ভিন্স ২২, রুট ১২, মর্গ্যান ০, স্টোকস ৭, বাটলার ৬, মইন ৪১*, জর্ডান ১৫, উইলি ২০; নবি ২/১৭, রশিদ ২/১৭, সামিউল্লাহ ১/২৩, হামজা ১/৪৫)

আফগানিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (শাহজাদ ৪, নুর আলি ১৭, স্তানিকজাই ১, নাইব ০, রশিদ ১৫, নবি ১২, সামিউল্লাহ ২২, নাজিবুল্লাহ ১৪, শফিকুল্লাহ, হামজা, শফিকুল্লাহ)।

ফল: ইংল্যান্ড ১৫ রানে জয়ী

ম্যাচ সেরা: মইন আলি (ইংল্যান্ড)

সুপার টেন গ্রুপ-২: নিউ জিল্যান্ড-পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (গাপটিল ৮০, উইলিয়ামসন ১৭, মানরো ৭, অ্যান্ডারসন ২১, টেইলর ৩৬*, রনকি ১১, এলিয়ট ১*; সামি ২/২৩, আফ্রিদি ২/৪০, ইরফান ১/৪৬)।

পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৫ (শারজিল ৪৭, শেহজাদ ৩০, লতিফ ৩, আকমল ২৪, আফ্রিদি ১৯, মালিক ১৫*, সরফরাজ ১১*; মিল্ন ২/২৬, স্যান্টনার ২/২৯, সোধি ১/২৫)।

ফল: নিউ জিল্যান্ড ২২ রানে জয়ী

ম্যাচ সেরা: মার্টিন গাপটিল (নিউ জিল্যান্ড)

সুপার টেন গ্রুপ-২: বাংলাদেশ-অস্ট্রেলিয়া

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৬/৫ (মিঠুন ২৩, সৌম্য ১, সাব্বির ১২, সাকিব ৩৩, শুভাগত ১৩, মাহমুদউল্লাহ ৪৯*, মুশফিক ১৫*; জামপা ৩/২৩, ওয়াটসন ২/৩১)

অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ১৫৭/৭ (খাওয়াজা ৫৮, ওয়াটসন ২১, স্মিথ ১৪, ওয়ার্নার ১৭, ম্যাক্সওয়েল ২৬, মার্শ ৬, ফকনার ৫*, হেস্টিংস ৩, নেভিল ১*; সাকিব ৩/২৭, মুস্তাফিজ ২/৩০, আল আমিন ১/১৪)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: অ্যাডাম জ্যামপা (অস্ট্রেলিয়া)

সুপার টেন গ্রুপ-১: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২২/৯ (চান্দিমাল ১৬, দিলশান ১২, থিরিমান্নে ৫, কাপুগেদেরা ৬, ম্যাখিউম ২০, সিরিবর্ধনা ০, পেরেরা ৪০, কুলাসেকারা ৭, হেরাথ ৩, ভ্যান্ডারসে ০*, চামিরা ০*; বদ্রি ৩/১২, ব্রাভো ২/২০, রাসেল ১/৩৪, ব্র্যাথওয়েট ১/৩৬)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.২ ওভারে ১২৭/৩ (ফ্লেচার ৮৪, চার্লস ১০, স্যামুয়েলস ৩, রামদিন ৫, রাসেল ২০*; সিরিবর্ধনা ২/৩৩, ভ্যান্ডারসে ১/১১)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ)

সুপার টেন গ্রুপ-১: দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৯/৫ (ডি কক ৪৫, আমলা ৫, দু প্লেসি ৪১, ডি ভিলিয়ার্স ৬৪, দুমিনি ২৯, মিলার ১৯, ভিজে ০*; হামজা ১/২৫, শাপুর জাদরান ১/২৮, নবি ১/৩৫, দৌলত জাদরান ১/৪৬)।

আফগানিস্তান: ২০ ওভারে ১৭২ (শাহজাদ ৪৪,নুর আলি ২৫, স্তানিকজাই ৭, গুলবাদিন ২৬, নবি ১১, শেনওয়ারি ২৫, নাজিবুল্লাহ ১২, রশিদ ১১, দৌলত জাদরান ০, হামজা ৩*, শাপুর জাদরান ১; মরিস ৪/২৭, তাহির ২/২৪, অ্যাবট ২/৩৬, রাবাদা ২/৩৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৩৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা)।

সুপার টেন গ্রুপ-২: ভারত-পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৮ ওভারে ১১৮/৫ (শারজিল ১৭, শেহজাদ ২৫, আফ্রিদি ৮, আকমল ২২, মালিক ২৬, সরফরাজ ৮*, হাফিজ ৫*; রায়না ১/৪, জাদেজা ১/২০, নেহরা ১/২০, পান্ডিয়া ১/২৫, বুমরাহ ১/৩২)।

ভারত : ১৫.৫ ওভারে ১১৯/৪ (রোহিত ১০, ধাওয়ান ৬, কোহলি ৫৫*, রায়না ০, যুবরাজ ২৪, ধোনি ১৩*; সামি ২/১৭, আমির ১/১১, ওয়াহাব ১/১৬)।

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: বিরাট কোহলি (ভারত)

সুপার টেন গ্রুপ-১: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২৯/৪ (আমলা ৫৮, ডি কক ৫২, ডি ভিলিয়ার্স ১৬, দু প্লেসি ১৭, দুমিনি ৫৪*, মিলার ২৮*; মইন ২/৩৪, রশিদ ১/৩৫, উইলি ১/৪০)

ইংল্যান্ড: ১৯.৪ ওভারে ২৩০/৮ (জেসন ৪৩, হেলস ১৭, স্টোকস ১৫, রুট ৮৩, মর্গ্যান ১২, বাটলার ২১, মইন ৮*, জর্ডান ৫, উইলি ০, রশিদ ০*; অ্যাবট ৩/৪১, রাবাডা ২/৫০, তাহির ১/২৮, দুমিনি ১/৩১)

ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: জো রুট (ইংল্যান্ড)

সুপার টেন গ্রুপ-২: অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪২/৮ (গাপটিল ৩৯, উইলিয়ামসন ২৪, মানরো ২৩, অ্যান্ডারসন ৩, টেইলর ১১, এলিয়ট ২৭, রনকি ৬, স্যান্টনার ১, মিলনে ২*; ম্যাক্সওয়েল ২/১৮, ফকনার ২/১৮, ওয়াটসন ১/২২, মার্শ ১/২৬)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩৪/৯ (খাওয়াজা ৩৮, ওয়াটসন ১৩, স্মিথ ৬, ওয়ার্নার ৬, ম্যাক্সওয়েল ২২, মার্শ ২৪, অ্যাগার ৯, ফকনার ২, কোল্টার-নাইল ১, নেভিল ৭*, জামপা ২*; ম্যাকক্লেনাগান ৩/১৭, অ্যান্ডারসন ২/২৯, স্যান্টনার ২/৩০, সোধি ১/১৪ )

ফল: নিউ জিল্যান্ড ৮ রানে জয়ী

ম্যাচ সেরা: মিচেল ম্যাকক্লেনাগান (নিউ জিল্যান্ড)

সুপার টেন গ্রুপ-১: শ্রীলঙ্কা-আফগানিস্তান

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভার ১৫৩/৭ (শাহজাদ ৮, নুর আলি ২০, স্তানিকজাই ৬২, সাদিক ০, নবি ৩, সামিউল্লাহ ৩১, শফিক ৫, দৌলত ৫*, নাজিব ১২*; থিসারা ৩/৩৩, হেরাথ ২/২৪, ম্যাথিউস ১/১৭, কুলাসেকারা ১/৪৩)

শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ১৫৫/৪ (চান্দিমাল ১৮, দিলশান ৮৩*, থিরিমান্নে ৬, থিসারা ১২, কাপুগেদারা ১০, ম্যাথিউস ২১*; নবি ১/২৫, রশিদ ১/২৭)

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: তিলকারত্নে দিলশান

সুপার টেন গ্রুপ-১: ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮২/৬ (জেসন ১৫, হেলস ২৮, রুট ৪৮, বাটলার ৩০, মর্গ্যান ২৭*, স্টোকস ১৫, মইন ৭; রাসেল ২/৩৬, ব্রাভো ২/৪১, বেন ১/২৩)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.১ ওভারে ১৮৩/৪ (চার্লস ০, গেইল ১০০*, স্যামুয়েলস ৩৭, রামদিন ১২, ব্রাভো ২, রাসেল ১৬*; রশিদ ১/২০, টপলি ১/২২, উইলি ১/৩৩, মইন ১/৩৮)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

সুপার টেন গ্রুপ-২: বাংলাদেশ-পাকিস্তান

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৫ (শারজিল ১৮, শেহজাদ ৫২, হাফিজ ৬৪, আফ্রিদি ৪৯, উমর আকমল ০, মালিক ১৫*, ইমাদ ০*; তাসকিন ২/৩২, সানি ২/৩৪, সাব্বির ১/১১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৬ (তামিম ২৪, সৌম্য ০, সাব্বির ২৫, সাকিব ৫০*, মাহমুদুল্লাহ ৪, মুশফিকুর ১৮, মিঠুন ২, মাশরাফি ১৫*; আমির ২/২৭, আফ্রিদি ২/২৭, ইমাদ ১/১৩, ইরফান ১/৩০)

ফল: পাকিস্তান ৫৫ রানে জয়ী

ম্যাচ সেরা: শহিদ আফ্রিদি (পাকিস্তান)

সুপার টেন গ্রুপ-২: ভারত-নিউ জিল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১২৬/৭ (গাপটিল ৬, উইলিয়ামসন ৮, মানরো ৭, অ্যান্ডারসন ৩৪, টেইলর ১০, স্যান্টনার ১৮, এলিয়ট ৯, রনকি ২১*, ম্যাককালাম ০*; বুমরাহ ১/১৫, রায়না ১/১৬, নেহরা ১/২০, জাদেজা ১/২৬, অশ্বিন ১/৩২)

ভারত: ১৮.১ ওভারে ৭৯ (রোহিত ৫, ধাওয়ান ১, কোহলি ২৩, রায়না ১, যুবরাজ ৪, ধোনি ৩০, পান্ডিয়া ১, জাদেজা ০, অশ্বিন ১০, নেহরা ০, বুমরাহ ০*; স্যান্টনার ৪/১১, সোধি ৩/১৮, ম্যাককালাম ২/১৫)

ফল: নিউ জিল্যান্ড ৪৭ রানে জয়ী

ম্যাচ সেরা: মিচেল স্যান্টনার (নিউ জিল্যান্ড)

প্রথম পর্ব গ্রুপ 'এ': বাংলাদেশ-ওমান

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮০/২ (তামিম ১০৩*, সৌম্য ১২, সাব্বির ৪৪, সাকিব ১৭*; খাওয়ার ১/২৪, লালচিতা ১/৩৫)

ওমান: ১২ ওভারে ৬৫/৯ (মাকসুদ ০, খাওয়ার ৮, জাতিন্দর ২৫, আদনান ১৩, কালিম ০, আমির ৪, মেহরান ৩, সুলতান ১, লালচিতা ১, আনসারি ৩*, বিলাল ১*; সাকিব ৪/১৫, সাব্বির ১/৫ তাসকিন ১/৮, মাশরাফি ১/১০, আল আমিন ১/১০)।

ফল: বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫৪ রানে জয়ী

ম্যাচ সেরা: তামিম ইকবাল (বাংলাদেশ)

প্রথম পর্ব গ্রুপ 'এ': নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৬ ওভারে ৫৯/৬ (মাইবার্গ ২৭, টম কুপার ০, ফন ডার মারউই ২, বারেসি ৮, বোরেন ১৪, বুখারি ০* ডকরেল ৩/৭)

আয়ারল্যান্ড: ৬ ওভারে ৪৭/৭ (পোর্টারফিল্ড ৫, স্টার্লিং ১৫, কেভিন ০, উইলসন ৪, নিয়াল ৪*, পয়েন্টার ০, সোরেনসেন ৯, ডকরেল ০, ম্যাকব্রায়ান ১*; ফন মিকেরেন ৪/১১, ফন ডার মারউই ২/৩, ফন ডার গুগটেন ১/১৭)

ফল: নেদারল্যান্ডস ১২ রানে জয়ী

ম্যাচ সেরা: পল ফন মিকেরেন (নেদারল্যান্ডস)

প্রথম পর্ব গ্রুপ 'বি': স্কটল্যান্ড-হংকং

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১২৭/৭ (অ্যাটকিনসন ১৩, ক্যাম্পবেল ০, বাবর ১৫, চাপম্যান ৪০, অংশুমান ২১, তানভির ০, নিজাকাত ১৭, কিঞ্চিত ৭*, আইজাজ ৭*; মাচান ২/২৬, মেইন ১/১৩, ডি ল্যাঙ্গে ১/১৯, ওয়াট ১/২১, ডেভি ১/২২)।

স্কটল্যান্ড: ৮ ওভারে ৭৮/২ (মুনসে ১৯, কোয়েটজার ২০, ক্রস ২২, মাচান ১৫*; আইজাজ ১/১১, নাদিম ১/২০)।

ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে স্কটল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ম্যাট মাচান (স্কটল্যান্ড)।

প্রথম পর্ব গ্রুপ 'বি': আফগানিস্তান-জিম্বাবুয়ে

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৬/৬ (শাহজাদ ৪০, নূর আলি ১০, স্তানিকজাই ০, গুলবাদিন ৭, শেনওয়ারি ৪৩, নবি ৫২, শফিকুল্লাহ ৯*, দৌলত ০*; পানিয়াঙ্গারা ৩/৩২, উইলিয়ামস ১/২৫, টিরিপানো ১/৪১)।

জিম্বাবুয়ে: ১৯.৪ ওভারে ১২৭ (সিবান্দা ১৩, হ্যামিল্টন মাসাকাদজা ১১, মুতুম্বামি ১০, উইলিয়ামস ১৩, ওয়ালার ৭, রাজা ১৫, চিগুম্বুরা ১০, ওয়েলিংটন মাসাকাদজা ৬, টিরিপানো ২, পানিয়াঙ্গারা ১৭*, চাটারা ৮; রশিদ ৩/১১, হামিদ ২/১১, স্তানিকজাই ১/৪, নবি ১/১৪, দৌলত ১/৩০, শেনওয়ারি ১/৩১)।

ফল: আফগানিস্তান ৫৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: মোহাম্মদ নবি (আফগানিস্তান)।

প্রথম পর্ব গ্রুপ 'বি': আফগানিস্তান-হংকং

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১১৬/৬ (অ্যাটকিনসন ১৬, ক্যাম্পবেল ২৭, বাবর ০, চ্যাপম্যান ৮, আনশুমান ২৮*, নিজাকাত ৮, শাহ ১১, আফজাল ৬*; নবি ৪/২০, নাইব ১/১৩, রশিদ ১/২৩)

আফগানিস্তান: ১৮ ওভারে ১১৯/৪ (শাহজাদ ৪১, জাদরান ৩৫, নবি ১৭, জাদরান ১৭*, শফিকুল্লাহ ৩, নাইব ৪*; ক্যাম্পবেল ২/২৮, আহমেদ ১/২৪)

ফল: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মদ নবি (আফগানিস্তান)

প্রথম পর্ব গ্রুপ 'বি': জিম্বাবুয়ে-স্কটল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৭ (সিবান্দা ৪, হ্যামিল্টন মাসাকাদজা ১২, মুতুম্বামি ১৯, উইলিয়ামস ৫৩, রাজা ৯, ওয়ালার ১৩, চিগুম্বুরা ২০, ওয়েলিংটন মাসাকাদজা ৪*; ওয়াট ২/২১, ইভান্স ২/৩০, শরিফ ২/৩১)।

স্কটল্যান্ড: ১৯.৪ ওভারে ১৩৬ (মুনসে ৮, কোয়েটজার ৩, ক্রস ০, মাকান ৯, বেরিংটন ৩৬, লিস্ক ৯, মমসেন ৩১, শরিফ ১, ডেভি ২৪, ওয়াট ৯*, ইভান্স ০; ওয়েলিংটন মাসাকাদজা ৪/২৮, টিরিপানো ২/২০, চাটারা ২/২৪, পানিয়াঙ্গারা ১/২০, উইলিয়ামস ১/২২)।

ফল: জিম্বাবুয়ের ১১ রানে জয়ী।

ম্যাচ সেরা: ওয়েলিংটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)। 

প্রথম পর্ব গ্রুপ 'এ': আয়ারল্যান্ড-ওমান

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৫ (পোর্টারফিল্ড ২৯, স্টার্লিং ২৯, উইলসন ৩৮, নিয়াল ১৬, কেভিন ১৪, পয়েন্টার ১১*, ম্যাকব্রায়ান ১০*; আনসারি ৩/৩৭, খাওয়ার ১/২০, কালিম ১/২৭)

ওমান: ১৯.৪ ওভারে ১৫৭/৮ (মাকসুদ ৩৮, খাওয়ার ৩৪, জাতিন্দর ২৪, আদনান ৪, মেহরান ২, কালিম ০, আমির ৩২, সুলতান ১, লালচেতা ৬*, আনসারি ০*; ম্যাকব্রায়ান ২/১৫, কেভিন ২/২৫, সোরেনসেন ২/২৯, র‍্যাঙ্কিন ১/২৩)

ফল: ওমান ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: আমির আলি (ওমান)

প্রথম পর্ব গ্রুপ 'এ': বাংলাদেশ-নেদারল্যান্ডস

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৭ (তামিম ৮৩*, সৌম্য ১৫, সাব্বির ১৫, সাকিব ৫, মাহমুদউল্লাহ ১০, মুশফিক ০, নাসির ৩, মাশরাফি ৭, আরাফাত ৮*; ফন ডার গুগটেন ৩/২১, ফন মিকেরেন ২/১৭, বোরেন ১/৯, ফন ডার মারউই ১/২৮)

নেদারল্যান্ডস:  ২০ ওভারে ১৪৫/৭ (মাইবার্গ ২৯, বারেসি ৯, বেন কুপার ২০, বোরেন ২৯, টম কুপার ১৫, ফন ডার মারউই ১, সিলার ৮*, বুখারি ১৪, ফন বিক ৪*; আল আমিন ২/২৪, সাকিব ২/২৮, মাশরাফি ১/১৪, নাসির ১/২৪)

ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী

ম্যাচ সেরা: তামিম ইকবাল (বাংলাদেশ)

প্রথম পর্ব গ্রুপ 'বি': আফগানিস্তান-স্কটল্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৭০/৫ (শাহজাদ ৬১, আলি জাদরান ১৭, স্তানিকজাই ৫৫*, নাইব ১২, নবি ১, শফিকুল্লাহ ১৪, জাদরান ৩*; ইভান্স ১/২৪, ওয়াট ১/৩০, ডেভি ১/৪৪)

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৫৬/৫ (মুনসে ৪১, কোয়েটজার ৪০, ম্যাকলিওড ২, মাকান ৩৬, বেরিংটন ৮, মমসেন ১৭*, ক্রস ২*; রশিদ ২/২৮, শেনওয়ারি ১/২১, নবি ১/২৭)

ফল: আফগানিস্তান ১৪ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)

প্রথম পর্ব গ্রুপ 'বি': জিম্বাবুয়ে-হংকং

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৮/৮ (হ্যামিল্টন মাসাকাদজা ২০, সিবান্দা ৫৯, মুতুম্বামি ০, উইলিয়ামস ১২, রাজা ৩, ওয়ালার ২৬, চিগুম্বুরা ৩০*, টিরিপানো ০, ওয়েলিংটন মাসাকাদজা ২, পানিয়াঙ্গারা ০*; তানভির ২/১৯, আইজাজ ২/৩৩, নাদিম ১/২৬)

হংকং: ২০ ওভারে ১৪৪/৬ (অ্যাটকিনসন ৫৩, ক্যাম্পবেল ৯, বাবর ৯, চাপম্যান ১৯, অংশুমান ১৩, তানভির ৩১*, নিজাকাত ০, আইজাজ ০*; টিরিপানো ২/২৭, চাটারা ২/২৮, রাজা ১/১০, ওয়েলিংটন মাসাকাদজা ১/৩০)

ফল: জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী

ম্যাচ সেরা: ভুসি সিবান্দা (জিম্বাবুয়ে)