রাজ্জাকের ৮ উইকেটে এগিয়ে খুলনা

রাজ্জাকের অসাধারণ বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিনে বরিশাল বিভাগের চেয়ে একটু এগিয়ে রইল খুলনা বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 12:29 PM
Updated : 1 Feb 2015, 12:37 PM

রাজ্জাক তার বাঁ হাতের ঘূর্ণিতে ৮ উইকেট নিয়ে বরিশালকে ২৭১ রানেই অলআউট করে দেন। এরপর খুলনা ২ উইকেটে ৭৩ রান নিয়ে দিনের খেলা শেষ করে। ইমরুল কায়েস ১১ রান নিয়ে উইকেটে আছেন। তার সঙ্গী তুষার ইমরানের রান ১।

খুলনার উইকেট দুটি নেন সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন।

রোববার সাভারের বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। তবে ফজলে মাহমুদ ও আল আমিনের দৃঢ়তায় অলআউট হওয়ার আগে পৌনে তিনশর কাছাকাছি রান তুলতে পারে তারা।

১৬৬ বলে ৯টি চার ও ৩টি ছয়ে ৮৫ রান করেন মাহমুদ। আর আউট হওয়ার আগে আল আমিন করেন ৬৪ রান। ৭২ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছয়ে সাজান তিনি।

ষষ্ঠ উইকেট জুটিতে মাহমুদ ও আল আমিন ৯৪ রান তোলেন।

২৯ ওভার বল করে ৮টি উইকেট নিতে রাজ্জাক খরচ করেন ১০০ রান। খুলনার পক্ষে বরিশালের বাকি দুটি উইকেট নেন ডলার মাহমুদ ও রবিউল ইসলাম রবি।