বোর্ডের সঙ্গে বিরোধের খবর উড়িয়ে দিলেন ক্লার্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধের খবর উড়িয়ে দিয়েছেন দেশটির বিশ্বকাপ দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 03:52 PM
Updated : 31 Jan 2015, 04:16 PM

বিবিসি স্পোর্ট জানায়, অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ডে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপে ক্লার্কের ফিটনেস ফিরে পাওয়ার সময়সীমা নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার ভিন্নমত দেখা দেয়।

ক্লার্ককে অধিনায়ক করেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পুরোপুরি সুস্থ হয়ে খেলার উপযোগী হতে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত সময় পেয়েছেন তিনি।

নিউ জিল্যান্ডের সঙ্গে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ২১ ফেব্রুয়ারি।

তবে পত্রিকাটিতে বলা হয়, ক্লার্ক ধারণা করছেন, ৪ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে ওঠার ভাবনাটাই বাস্তবসম্মত।

পত্রিকায় তাকে নিয়ে এই ধরণের লেখার সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা আছে বলে জানান ক্লার্ক।

“আমি পুরো ক্যারিয়ার জুড়েই এর সঙ্গে লড়াই করে এসেছি। ... এটা আমি পাত্তা দেই না। কিছু মানুষ যা চায়, তাই লেখে।”

ক্লার্ক জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া আর সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি খুশি। তাই পত্রিকার এসব কথা তিনি ঝেড়ে ফেলছেন।

শনিবার নীচু সারির একটি ক্লাবে খেলার মধ্য দিয়ে আবার ক্রিকেট ফেরেন সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ত্রোপচার করানো ক্লার্ক।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার সময় চোট পাওয়া ক্লার্ক এই প্রথম ক্রিকেট খেললেন।