টেস্ট ক্রিকেটকে বিদায় ব্র্যাভোর

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডোয়াইন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে না থাকা এই অলরাউন্ডার অবশ্য ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 12:06 PM
Updated : 31 Jan 2015, 12:06 PM

ওয়ানডেতে জেসন হোল্ডারের কাছে অধিনায়কত্ব হারানোর পর এই সিদ্ধান্ত নিলেন ব্র্যাভো। ২০১০ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।

শুক্রবার এক বিবৃতির মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন ব্র্যাভো। বিবৃতিটিতে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের চলমান কঠিন সময়ের কথাও উল্লেখ করেন।

এর আগে পাওনাদি নিয়ে বিতর্কের জের ধরে ভারত সফর শেষ না করে দেশে ফিরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে ছিলেন ব্র্যাভো। সিরিজের মাঝপথে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজে ভবিষ্যতের সব সফর বাতিল করে ভারত।

বিশ্বকাপের দলে না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ব্র্যাভো। তাকে কেন্দ্রীয় চুক্তিতেও রাখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।