বিশ্বকাপে ব্যাটিংয়ে জোর দেয়ার পরিকল্পনা ভারতের

বিশ্বকাপে ব্যাটিং শক্তি বাড়াতে মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার নিয়েই ম্যাচ খেলতে পারে ভারত। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর এই পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 04:05 PM
Updated : 30 Jan 2015, 04:05 PM

শুক্রবার পার্থের ওয়াকায় ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হারে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে বিনা উইকেটে ৮৩ রান তোলার পরও ৪৮.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় তারা।

পুরো সিরিজ জুড়েই এমন ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয় ভারতকে। এমনকি সিরিজে ৪টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি তারা। এ কারণেই বিশ্বকাপের আগে পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদের।

“ভালো দলগুলোর দিকে তাকালে আপনি দেখবেন তাদের ব্যাটিং লাইনআপ খুবই গভীর...আমাদের ব্যাটিং আরও শক্তিশালী করতে হবে।”

ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানোর জন্য দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়াতে হবে। স্টুয়ার্ট বিনিকে দিয়ে সেই চেষ্টা করার একটা পরীক্ষা গত দুই ম্যাচে করে দেখেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে এই মিডিয়াম পেস বোলারকে দিয়ে বোলিং উদ্বোধনও করানো হয়।

ম্যাচ শেষে ধোনি বলেন, “আমরা তিনজন ফাস্ট বোলার ও দুইজন স্পিনার নিয়ে খেলতে পারি না। কারণ, আমাদের ব্যাটিং এর জন্য খুব হালকা হয়ে যায়।”