নারাইনের বদলে উইন্ডিজ বিশ্বকাপ দলে মিলার

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো অফস্পিনার সুনিল নারাইনের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে নিকিতা মিলারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 09:50 AM
Updated : 30 Jan 2015, 12:43 PM

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার বাঁহাতি স্পিনার মিলারকে দলে নেওয়ার খবর জানায়।

আইসিসির ওয়েবসাইটে বলা হয়, টেকনিক্যাল কমিটি নারাইনের বদলে মিলারকে দলে নেয়ার বিষয়টি অনুমোদন করেছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। নতুন বোলিং অ্যাকশনে আত্মবিশ্বাসের সঙ্গে বল করতে আরো সময় দরকার উল্লেখ করে বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেন নারাইন।

৩২ বছর বয়সী মিলার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫টি ওয়ানডে খেলে ৩৬.৫২ গড়ে ৪০ উইকেট পান। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ তিনি ওয়ানডে খেলেন গত বছরের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হবে একাদশ বিশ্বকাপ। নেলসনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ ফেব্রুয়ারি।