ধীর বোলিংয়ের জন্য উইন্ডিজকে জরিমানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ধীর বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 05:01 PM
Updated : 29 Jan 2015, 05:01 PM

আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বুধবার পাঁচ ওয়ানডের সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 'স্লো ওভার রেট' -এর কারণে ২টি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে যায়।

এই কারণে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচটিতে অতিথিদের ১৩১ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।