ম্যাচ জেতানো সাঙ্গাকারার বিশ্বরেকর্ড

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের সপ্তম ওয়ানডেতে অনন্য একটি রেকর্ড একার করে নিয়েছেন কুমার সাঙ্গাকারা। অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন শুধুই শ্রীলঙ্কার এই ক্রিকেটারের একার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 01:28 PM
Updated : 29 Jan 2015, 01:28 PM

২৮৭ ম্যাচে গিলক্রিস্টের ডিসমিসাল ৪৭২টি। উইকেটের পেছনে ৪১৭টি ক্যাচের সঙ্গে ৫৫টি স্টাম্পিংও রয়েছে তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ম্যাচে গিলক্রিস্টকে ছুঁয়ে ফেলেন সাঙ্গাকারা।

বৃহস্পতিবার ওয়েলিংটনে রেকর্ডটি নিজের করে নেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ওয়ানডে ক্রিকেটে সাঙ্গাকরার ডিসমিসাল এখন ৪৭৪টি। এর জন্য ৩৫৩টি ম্যাচ খেলতে হয়েছে তাকে। সাঙ্গাকারা তার ক্যারিয়ারে উইকেটের পেছনে ৩৭৮টি ক্যাচ নেন, আর স্টাম্পিং করেন ৯৬টি।

সিরিজের সপ্তম ও শেষ ম্যাচে সাঙ্গাকারার অপরাজিত ১১৩ রানের ইনিংসে ভর করেই ৬ উইকেটে ২৮৭ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৫৩ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। শ্রীলঙ্কা ৩৪ রানে ম্যাচ জিতে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ৪-২ করে।

এর আগে গিলক্রিস্টকে ছাড়িয়েই সব মিলিয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন সাঙ্গাকারা। উইকেটরক্ষক ও ফিল্ডার হিসেবে ৪৯৩টি ডিসমিসাল করেন তিনি। একজন ফিল্ডার হিসেবে ১৯টি ক্যাচ নেন সাঙ্গাকারা।