বাংলাদেশে জানুয়ারিতে শুরু যুব ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

২০১৬ সালের যুব ক্রিকেট বিশ্বকাপ যে বাংলাদেশে হবে, সেটা আগেই ঠিক ছিল। আইসিসি এবার টুর্নামেন্টের দিনক্ষণও ঠিক করে ফেলেছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:30 PM
Updated : 29 Jan 2015, 12:30 PM

বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয় ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ জানুয়ারি; আর শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

একই দিনে ২০১৯ সাল পর্যন্ত আইসিসির অন্যান্য টুর্নামেন্টগুলোরও দিন তারিখ ঠিক করে ফেলা হয়।

বাংলাদেশে ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব হবে ২০১৮ সালের ১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।

ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপ হবে ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত।

এ বছরের ৬ থেকে ২৬ জুলাই পর্যন্ত আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে হবে ১ থেকে ১৯ জুন পর্যন্ত। একই বছরে ইংল্যান্ডেই ৪ থেকে ২৭ অগাস্ট হবে মেয়েদের বিশ্বকাপ।

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে নিউ জিল্যান্ডে। ১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খেলা।

২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজে হবে ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।