বিশ্বকাপের ফাইনালে থাকছে সুপার ওভার

২০১৫ বিশ্বকাপের ফাইনালে থাকছে সুপার ওভার। কোনো কারণে ফাইনাল ম্যাচটি টাই হলে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে সুপার ওভারের মাধ্যমে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 12:28 PM
Updated : 29 Jan 2015, 12:28 PM

২০১১ বিশ্বকাপের 'প্লেয়িং কন্ডিশনে' ফাইনাল ম্যাচে সুপার ওভারের বিষয়টি ছিল। তবে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এটা তুলে দেয়ার কথা চলছিল।

বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় অবশ্য সিদ্ধান্ত নেয়া হয়, প্রয়োজন পড়লে ২০১৫ বিশ্বকাপের শিরোপা সুপার ওভারের মাধ্যমেই নির্ধারণ করা হবে।

এই সভায় নেয়া একটা সিদ্ধান্তে বিশ্বকাপের অধিনায়কদের জন্য স্বস্তির খবর আছে। স্লো ওভার রেটের কারণে মাথার ওপর ঝুলতে থাকা খড়্গ পেছনে ফেলেই বিশ্বকাপে শুরু করতে পারবেন তারা।

সিদ্ধান্ত অনুযায়ী, স্লো ওভার রেটের বিষয়টি বিশ্বকাপে নিয়ে যাবেন না অধিনায়করা। বিশ্বকাপে নতুন করে এর হিসেব হবে।

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপ হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত।