বিশ্বকাপে জয়ই আসল স্যামির কাছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে যাওয়া নিয়ে একদমই ভাবছেন না ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার বিভোর হয়ে আছেন বিশ্বকাপের ভাবনায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 01:19 PM
Updated : 28 Jan 2015, 01:57 PM

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে সিরিজ হারের কষ্টটা ভুলে যাবেন বলে উল্লেখ করেন স্যামি।

"আমি সবাইকে চেঞ্জিং-রুমে বলেছি, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারালে আমি এই সিরিজ হার নিয়ে ভাবি না।"

স্যামি এরপর বলেন, এই হারেও বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের আত্মবিশ্বাসে মোটেও চিড় ধরেনি।

"এখনো আমরা আত্মবিশ্বাসী একটা দলই আছি। অবশ্যই আপনি ম্যাচ আর সিরিজ জিততে চাইবেন। কিন্তু এখানে আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপের জন্য গড়ে ওঠা।"

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেট বিশ্ব ভিন্ন চেহারায় দেখবে বলেই মনে করেন স্যামি।

"বিশ্বকাপে আসলে আলাদা পরিবেশ, আলাদা ভেন্যু আর আরও চাপ...আশা করি, আমরা বিশেষ কিছু করতে পারব।"

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। আর ওয়েস্ট ইন্ডিজ বড় কিছু করতে পারবেন না বলে মনে করেন অনেকেই। দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মানলেও স্যামির ভাবনাটা একটু অন্যরকম।

"আমার খেলা কোনো বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ফেভারিট ছিল না- এমনটা মনে হয় না। এবং এবারও এর ব্যতিক্রম নয়। কিন্তু একটা বিশ্বকাপে আপনি প্রথম পর্বে ভালো তিনটি ম্যাচ খেললেই নকআউট পর্বে যাবেন।"