বোলারদের দাপটে চট্টগ্রামের বিপক্ষে রংপুরের জয়

সাত উইকেট হাতে নিয়ে পুরো একটা দিন কাটিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্যের কাছে যেতে পারেনি চট্টগ্রাম বিভাগ। বোলারদের দাপটে সহজ জয়ই পেয়েছে রংপুর বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 07:40 AM
Updated : 28 Jan 2015, 02:14 PM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র তিন ওভার স্থায়ী হলে ২২৫ রানের বড় জয় পায় রংপুর।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। জয়ের জন্য আরো ৩৩৭ রান প্রয়োজন ছিল তাদের। 

কোনো রান যোগ না করেই ইরফান শুকুর ও চার রান পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আলাউদ্দিন বাবুর বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি চট্টগ্রামের।

এরপর তরুণ ইয়াসির আলী (৪৪) ও অভিজ্ঞ ফয়সাল হোসেন (৩৫) প্রতিরোধের চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। ১৯৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১০৭ রান করে তারা।

রংপুরের সোহরাওয়ার্দী শুভ ৩ উইকেট নেন ৩৯ রানে। এছাড়া বিশ্বনাথ হালদার, অধিনায়ক সাজেদুল ইসলাম ও শুভাশীষ রায় দুটি করে উইকেট নেন।