রাজশাহীর ফরহাদের লড়াইয়েও ঢাকা মেট্রোর বড় জয়

জয় এক রকম নিশ্চিতই ছিল ঢাকা মেট্রোর। রাজশাহী বিভাগের ফরহাদ হোসেন প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তাতে খুব একটা কাজ হয়নি। চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 07:16 AM
Updated : 28 Jan 2015, 07:45 AM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ঢাকা মেট্রোর জয়টি ২৮৫ রানের।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৬ উইকেটে ১০১ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী।

শুরুতেই মুক্তার আলীকে বোল্ড করে সপ্তম উইকেটে জুটির ১৫.২ ওভার স্থায়ী প্রতিরোধ ভাঙেন আসিফ হাসান।

এরপর সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সাকলাইন সজীব দ্রুত বিদায় নিলে দিনের প্রথম সেশনেই ১৭৪ রানে গুটিয়ে যায় রাজশাহীর দ্বিতীয় ইনিংস।

৮৫ রানে অপরাজিত থাকেন ফরহাদ। তার ১২৫ বলের ইনিংসটি গড়া ১৩টি চার ও ১টি ছক্কায়।

৪৫ রানে ৫ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার সৈকত আলী।