রাজ্জাকের নৈপুণ্যে খুলনার সহজ জয়

বড় জয় এক রকম নিশ্চিতই ছিল খুলনা বিভাগের। আব্দুর রাজ্জাকের মারাত্মক বোলিংয়ে চতুর্থ দিন এক ঘণ্টাও স্থায়ী হয়নি সিলেট বিভাগের প্রতিরোধ। তাই ইনিংস ব্যবধানে জয় পেতে কোনো সমস্যা হয়নি খুলনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 06:55 AM
Updated : 28 Jan 2015, 07:41 AM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ইনিংস ও ১৭৮ রানের বড় জয় পায় খুলনা।

বুধবার বিকেএসপির দুই নম্বর মাঠে ৭ উইকেটে ১৩৭ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। শুরুতেই নাজমুল হোসেনকে বিদায় করে অষ্টম উইকেটের ১০.৩ ওভার স্থায়ী প্রতিরোধ ভাঙেন রাজ্জাক।

এরপর নাবিল সামাদ ও আনোয়ার আকবরকে (৪৪) বিদায় করে দলের সহজ জয় নিশ্চিত করেন তিনি।

প্রথম ইনিংসে ১৮৪ রান করা সিলেট দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৭৪ রানে।

৭১ রানে ৭ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার রাজ্জাক। প্রথম ইনিংসে ৬০ রানে ২ উইকেট নেন তিনি।

অপরাজিত ১৭৭ রানের চমৎকার ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন তুষার ইমরান। তার দারুণ ব্যাটিংয়েই ৮ উইকেটে ৫৩৬ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে খুলনা।