ভূতের ভয়ে কাবু সোহেল

নিউ জিল্যান্ড সফরে থাকা পাকিস্তান দলের সদস্য হারিস সোহেল ভূতের ভয়ে কাবু হয়ে অনুশীলনই করতে পারেনি। হোটেলকক্ষে রাতে ভয় পেয়ে রীতিমত কেঁপেছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 02:30 AM
Updated : 28 Jan 2015, 02:31 AM

বিবিসি জানায়, ২৬ বছর বয়সী সোহেলের দাবি, ক্রাইস্টচার্চের রিজেস ল্যাটিমার হোটেলকক্ষে অশরীরী কিছু একটা ঝাঁকিয়ে তাকে ঘুম থেকে ওঠায়। পরে তিনি আশ্রয় নেন দলের একজন কোচের কক্ষে।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ও দুটি ওয়ানডে খেলতে নিউ জিল্যান্ড সফরে আছে পাকিস্তান।

দলের ম্যানেজার নাভিদ আকরাম জানান, সোহেল কোচিং দলের এক সদস্যকে ফোন করে জানান, বিছানা কাঁপতে থাকায় তার ঘুম ভেঙে গেছে। ওই কোচ সোহেলের কক্ষে ছুটে গিয়ে দেখেন সোহেল কাঁপছেন ও তার গায়ে জ্বর।

আকরাম জানান, দলের কর্মকর্তারা সোহেলকে বোঝানোর চেষ্টা করেন, জ্বরের কারণে বোধহয় তিনি দু:সপ্ন দেখেছিলেন। কিন্তু সোহেল নিশ্চিত, অশরীরী কিছুই এ কাণ্ড ঘটিয়েছে।

নয়টি ওয়ানডে খেলা সোহেলকে পরে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তার শরীরের অবস্থা ভালো।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, সোহেল এতটাই মুষড়ে পড়েন যে, তিনি অনুশীলন করতে পারেননি। ফলে রোববার নিউজিল্যান্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তিনি আর খেলেননি।

মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলে সোহেল ২৫ বলে ৬ রান করেন।

এদিকে, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হোটেলে ‘সক্রিয় কোনো ভূত’ নেই।