লিটনের শতকে জয়ের স্বপ্ন রংপুরের

লিটন দাসের শতকে জয়ের স্বপ্ন দেখছে রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে জয়ের জন্য শেষ দিন চট্টগ্রাম বিভাগের শেষ সাত উইকেট চাই তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:28 PM
Updated : 27 Jan 2015, 12:28 PM

তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। জয়ের জন্য শেষ দিন আরো ৩৩৭ রান চাই তাদের।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসে ১৬২ রানের লিড রংপুর। লিটনের দেড়শ’ রানের চমৎকার ইনিংসে চট্টগ্রামকে ৪২০ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেয় তারা।

৫ উইকেটে ২৫৭ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। ১৫০ রান করা লিটনের ১৪২ বলের ইনিংসটি সাজানো ১৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া তারিক আহমেদ ৪৩ রান করেন।

চট্টগ্রামের ফয়সাল হোসেন ২ উইকেট নেন ৫১ রানে।

প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে লড়ছে। কিন্তু ব্যাটসম্যানরা থিতু হয়ে বিদায় নেয়ায় চালকের আসনে আছে রংপুরই।

ইরফান শুকুর ১৫ ও আলাউদ্দিন বাবু শূন্য রানে অপরাজিত রয়েছেন। মাহবুবুল করিম ৩২, নাফিস ইকবাল ১৮ ও নাজিম উদ্দিন ১৪ রান বিদায় নেন।