বড় হারের শঙ্কায় রাজশাহী

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বড় হারের শঙ্কায় পড়েছে রাজশাহী বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে জয়ের জন্য শেষ দিন আর চার উইকেট চাই ঢাকা মেট্রোর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:15 PM
Updated : 27 Jan 2015, 12:15 PM

তৃতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান। জয়ের জন্য শেষ দিন আরো ৩৫৯ রান চাই তাদের।

মঙ্গলবার ৩ উইকেটে ১১৫ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। মেহরাব হোসেন জুনিয়রের শতকের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩৭৫ রান করে তারা।

১০৮ রান করা মেহরাবের ১৭৯ বলের ইনিংসটি সাজানো ১১টি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন আসিফ আহমেদ। দশ নম্বরে নেমে ৪৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন মোহাম্মদ শহীদ।

রাজশাহীর সাকলাইন সজীব ৬ উইকেট নেন ১২০ রানে। এছাড়া সানজামুল ইসলাম ও দেলোয়ার হোসেন দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৪৬০ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। সৈকত আলীর চমৎকার বোলিংয়ে ৩৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে তারা।

এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে রাজশাহীর বিপদ আরো বাড়ান ইলিয়াস সানি।

তবে এরপর মুক্তার আলী ও ফরহাদ হোসেনের ব্যাটে প্রতিরোধ গড়ে রাজশাহী। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৫৮ রানের জুটি গড়েছেন এই দুই জনে। ফরহাদ ৪৪ ও মুক্তার ২৪ রানে ব্যাট করছেন।

সৈকত ৪ উইকেট নেন ৩৪ রানে। সানি ২২ রানে নেন ২ উইকেট।