তুষার, হাসানের শতকে খুলনার বড় সংগ্রহ

তুষার ইমরান ও নুরুল হাসানের শতকে বড় সংগ্রহ গড়েছে খুলনা বিভাগ। দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে বিপদে পড়েছে সিলেট বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 12:36 PM
Updated : 26 Jan 2015, 12:36 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে ৮৬ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে সিলেট।

৪ উইকেটে ২৮০ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে খুলনা। আগের দিনের চার রানের জুটিকে এই দিন ২৩৮ পর্যন্ত এগিয়ে নেন তুষার ও হাসান।

শতকে পৌঁছানোর পর হাসান বিদায় নিলে ভাঙে ৬১ ওভার ৫ বল স্থায়ী পঞ্চম উইকেট জুটি। ১১৫ রান করা হাসানের ১৭৩ বলের ইনিংসটি ১৩টি চারে গড়া।

হাসানের বিদায়ের পর দলকে সাড়ে পাঁচশ’ রানের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক তুষার। ইনিংস ঘোষণার সময় ১৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৩৩৭ বলের ইনিংসটি ২৪টি চার সমৃদ্ধ।

সিলেটের অলক কাপালী ও আহমেদ সাদিকুর তিনটি করে উইকেট নেন।

জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। সায়েম আলম (৪৪) ও এনামুল হক (২৩) লড়াই করলেও বিপদ এড়াতে পারেনি দলটি।

খুলনার রবিউল ইসলাম রবি ২ উইকেট নেন ৭ রানে।