রনির দ্বিশতকে ঢাকার বড় সংগ্রহ  

রনি তালুকদারের দ্বিশতক ও রকিবুল হাসানের শতকে বরিশাল বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 12:07 PM
Updated : 26 Jan 2015, 12:07 PM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ৫৯‌১ রান।

প্রথম দিন বরিশালকে ১৩৯ রানে অলআউট করায় ৪৫২ রানে এগিয়ে রয়েছে ঢাকা।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ১৮০ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা।

আব্দুল মজিদের বিদায়ে ভাঙে ১৯৭ রানের উদ্বোধনী জুটি। তবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রনি ও রকিবুল। দ্বিতীয় উইকেটে এই দুই জনে গড়েন ২২৬ রানের বড় জুটি।

দ্বিশতকে পৌঁছানোর পর বিদায় নেন রনি। ২৬৬ বলে খেলা তার ক্যারিয়ার সেরা ২২৭ রানের ইনিংসটি ২৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

দেড়শ’ রানের কাছাকাছি গিয়ে বিদায় নেন রকিবুল। ১৮১ বলে খেলা তার ১৪৫ রানের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো।

দলকে ছয়শ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ায় ভালো অবদান রাখেন তাইবুর পারভেজ। ৮৫ রানে অপরাজিত রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

হিট উইকেট হয়ে বিদায় নেয়ার আগে ৪০ রান করেন শুভাগত হোম চৌধুরী।

ম্যাচ শেষে রনি জানান, সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলার ধারাবাহিকতায় এমন ইনিংস খেললেন। লিগে ভালো খেলায় আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

সোমবার ফরিদ উদ্দিন মাসুদের বলে কাভার ড্রাইভ করে চার হাঁকিয়ে দুইশ’ রানে পৌঁছান রনি। তিনি জানান, প্রথম শতকটিই বেশি কঠিন।

“উইকেটে থিতু হওয়াই কঠিন। ফিটনেসে কোনো ঘাটতি না থাকলে এরপর খেলা সহজ হয়ে যায়।”