রংপুরে বিধ্বস্ত চট্টগ্রাম

ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র দুই সেশনেই অলআউট হয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে রংপুর বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 11:40 AM
Updated : 26 Jan 2015, 12:25 PM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় রংপুরের ২৬৯ রানের জবাবে ১০৭ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

সোমবার ৮ উইকেটে ২১৮ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। সোহরাওয়ার্দী শুভর ৬২ ও বিশ্বনাথ হালদারের ২১ দৃঢ়তায় পৌনে তিনশ’ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর।

চট্টগ্রামের আলাউদ্দিন বাবু ৪ উইকেট নেন ৪৯ রানে।

জবাবে ৫৯.৩ ওভারে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

সর্বোচ্চ ৩২ রান করেন ইরফান শুকুর। এছাড়া মাহবুবুল করিম ১৯, ইয়াসির আলী ১৫ ও নাফিস ইকবাল ১৪ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

দলকে ১৬২ রানের লিড এনে দেয়ায় সবচেয়ে বড় অবদান ৩৭ রানে ৩ উইকেট নেয়া শুভাশীষ রায়ের। এছাড়া বিশ্বনাথ ও আরিফুল হক দুটি করে উইকেট নেন।