শেষ ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের তরুণদের

টানা দুই ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি ম্যাচ জিতে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নাজমুল হোসেনের অসাধারণ ব্যাটিং এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে পঞ্চম ওয়ানডেতে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের তরুণরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 12:34 PM
Updated : 25 Jan 2015, 02:13 PM

রোববার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাজমুলের অর্ধশতকে ৯ উইকেট হারিয়ে ২১২ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নাজমুল ১১২ বলে ৯২ রান করেন। ইনিংসটি তিনি সাজান ৮টি চারে। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন জাকির হাসান।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে তিনটি করে উইকেট নেন অসিথা ফের্নান্দো ও মালিঙ্গা অমরাসিংহে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ১৯৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন শালিন্দু উশান।

৪৮ রান দিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালেহ আহমেদ। দুটি করে উইকেট নেন মেহেদি হাসান, সঞ্জিত সাহা ও মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর টানা তিনটি ওয়ানডে জিতল তারা।