ঢাকা মেট্রোর মারুফের শতক

মেহেদি মারুফের শতকের পরও স্বস্তিতে নেই ঢাকা মেট্রো। রাজশাহী বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনই অলআউট হয়ে গেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 11:44 AM
Updated : 25 Jan 2015, 11:44 AM

রোববার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে দিনের শেষ বেলায় ৩০২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো।

এক প্রান্তে মারুফ অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সংগ্রহ খুব একটা বড় হয়নি ঢাকা মেট্রোর।

৮০ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া ঢাকা মেট্রোকে ৪ উইকেটে ২৬২ রানে পৌঁছে দেন মারুফ। আসিফ আহমেদের (৪৪) সঙ্গে ১০৭ ও মেহরাব হোসেন জুনিয়রের (৩৭) সঙ্গে ৭৫ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন তিনি।

মারুফের বিদায়ের পর ঢাকা মেট্রোর আর কেউ ভালো করতে পারেননি। মাত্র ১৬ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় তারা।

১৪১ রানের চমৎকার ইনিংস খেলেন মারুফ। তার ২০১ বলের ইনিংসটি ১১টি চার ও ২টি ছক্কায় সাজানো।

রাজশাহীর সানজামুল ইসলাম ৯৮ রানে নেন ৪ উইকেট। ফরহাদ হোসেন ৩ উইকেট নেন ৪৮ রানে।

জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রাজশাহীর সংগ্রহ ৮ রান। মিজানুর রহমান ৭ ও জহুরুল ইসলাম ১ রানে ব্যাট করছেন।