চার অর্ধশতকে খুলনার দিন

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনের খেলা শেষে ভালো অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। সিলেট বিভাগের বিপক্ষে চার অর্ধশতকে বড় সংগ্রহের পথেই রয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 11:41 AM
Updated : 25 Jan 2015, 11:41 AM

রোববার বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৮০ রান করে খুলনা।

রবিউল ইসলামের সঙ্গে অমিত মজুমদারের ৬২ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে অমিতের সঙ্গে ইমরুল কায়েসের ৯৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে খুলনা।

এনামুল হক জুনিয়রের শিকারে পরিণত হওয়ার আগে ৬০ রান করেন অমিত। তার ১৬৪ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো।

অমিতের বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি ইমরুল। ৬৩ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৯৪ বলের ইনিংসটি ৬টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৯১ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন তুষার ইমরান। খেলা শেষ হওয়ার ১৩ বল আগে বিদায় নেওয়া মিঠুন করেন ৫৭ রান। তার ৭২ বলের ইনিংসটিতে ৯টি চার ও ১টি ছক্কা রয়েছে।

তুষার ৫৫ ও নুরুল হাসান ১ রানে ব্যাট করছেন। তুষারের ১৪৭ বলের ইনিংসটি ১০টি চারে গড়া।

সিলেটের চার জন বোলার একটি করে উইকেট নেন।