রেকর্ড বইয়ে গিলক্রিস্টের পাশে সাঙ্গাকারা

নিউ জিল্যান্ডের কাছে ষষ্ঠ ওয়ানডেতে শ্রীলঙ্কা হেরে গেলেও অনন্য এক রেকর্ডের অংশীদার হয়েছেন কুমার সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ছুঁয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 08:14 AM
Updated : 25 Jan 2015, 10:55 AM

২৮৭ ম্যাচে গিলক্রিস্টের ডিসমিসাল ৪৭২টি। উইকেটের পেছনে ৪১৭টি ক্যাচের সঙ্গে ৫৫টি স্টাম্পিংও রয়েছে তার। তাকে স্পর্শ করা সাঙ্গাকারা ৩৯৬ ম্যাচে ৩৭৬টি ক্যাচের সঙ্গে ৯৬টি স্টাম্পিং করেন।

রোববার ডানেডিনে থিসারা পেরেরার বলে নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের ক্যাচটি নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক গিলক্রিস্টকে ছুঁয়ে ফেলেন সাঙ্গাকারা।

জয়ের জন্য ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন সাঙ্গাকারা। তবে দলকে জেতাতে পারেননি তিনি। ম্যাচটি ১২০ রানে হারে তার দল।

এর আগে গিলক্রিস্টকে ছাড়িয়েই সব মিলিয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন সাঙ্গাকারা। উইকেটরক্ষক ও ফিল্ডার হিসেবে ৪৯১টি ডিসমিসাল করেন তিনি। একজন ফিল্ডার হিসেবে ১৯টি ক্যাচ নেন সাঙ্গাকারা।