জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

টানা তৃতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2015, 12:00 PM
Updated : 24 Jan 2015, 12:00 PM

রোববার শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের ষোড়শ আসর। তার আগের দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এবারও লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন।

বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান জানান, এবারের আসরে তাদের বাজেট প্রায় চার কোটি টাকা। তবে টাইটেল স্পন্সরের টাকার পরিমাণ জানাননি বিসিবি ও ওয়ালটনের কর্মকর্তারা।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হবে শিরোপাধারী ঢাকা বিভাগ। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগ।

বিকেএসপির দুই নম্বর মাঠে খুলনা বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ। নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।

আগামী মৌসুম থেকে আট দলের প্রতিযোগিতাটি দুই স্তরে হবে। এবারের শীর্ষ চার দল থাকবে প্রথম স্তরে। শেষ চার দল খেলবে দ্বিতীয় স্তরে।