ইতিহাস গড়লেন অধিনায়ক স্মিথ

ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে অনন্য এক ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। টেস্টের মতো ওয়ানডে ক্রিকেটেও অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে শতক করেছেন এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2015, 02:15 PM
Updated : 23 Jan 2015, 02:15 PM

অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডের অভিষেকেই শতক করার কীর্তি এর আগে আর কোনো ক্রিকেটার গড়তে পারেননি।

ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে প্রথম অধিনায়কত্ব পান স্মিথ। অসাধারণ এক শতক করে উপলক্ষটা স্মরণীয় করে রাখেন তিনি। এরপর আরও দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। সেই দুই ম্যাচেও শতক করেন তিনি।

নিষেধাজ্ঞার কারণে জর্জ বেইল না থাকায় শুক্রবার হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক স্মিথের অভিষেকটা হয় শতক দিয়ে।
হোবার্টে স্মিথের অপরাজিত ১০২ রানের ইনিংসে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।