বিশ্বকাপের আগেই হাফিজের পরীক্ষার তারিখ চাইল পাকিস্তান

বোলিংয়ে নিষিদ্ধ মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার জন্য আইসিসির কাছে তারিখ চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 02:16 PM
Updated : 22 Jan 2015, 02:16 PM

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হাফিজের পরীক্ষা হতে পারে। পিসিবি আশা করছে, এবার তার বোলিং অ্যাকশন শুদ্ধ প্রমাণিত হবে।

উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা হাফিজ অফস্পিন বল করা থেকে নিষিদ্ধ আছেন।

আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবশেষ সিরিজের প্রথম টেস্টে আম্পায়াররা হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এরপর গত ২৪ নভেম্বর লাফবরোতে তার বোলিং অ্যাকশন পরীক্ষার পর দেখা যায়, সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ‘অনানুষ্ঠানিক টেস্টের' জন্য চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল। সেখানেও তার বোলিংয়ে আগের ত্রুটি পাওয়া গেছে।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে হলে ফের হাফিজকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। এই কারণেই ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বিশ্বকাপের আগে আইসিসির কাছে পরীক্ষার তারিখ চায় পাকিস্তান।