বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে দ্রুত ব্যবস্থা

বিশ্বকাপ উপলক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষার সময় নিয়ে নতুন করে ভেবেছে আইসিসি। বিশ্বকাপের কোনো ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্তদের পরীক্ষা সাত দিনের মধ্যে নিয়ে দ্রুত এর ফল দেয়ার কথা বলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2015, 01:51 PM
Updated : 22 Jan 2015, 01:55 PM

আইসিসি জানায়, টুর্নামেন্টে বোলিং অ্যাকশন নিয়ে ব্যাঘাত কমাতেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এই লক্ষ্যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগার এরই মধ্যে খেলা হয়েছে। এখানে পরীক্ষার পর অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ বোলারকে ৬ দিনের মধ্যে মুক্ত করে দেয়া হবে অথবা নিষিদ্ধ করা হবে।

এখন অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ বোলারকে পরীক্ষা করানোর জন্য তিন সপ্তাহ সময় দেয়া হয়।

বিশ্বকাপে দ্রুত সন্দেহজনক বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইসিসির মুখপাত্র। এর ফলে দলগুলোও বিশ্বকাপের শেষাংশে প্রশ্নবিদ্ধ বোলারকে কাজে লাগাতে পারবে না বলে মনে করে তারা।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ২০১৫ বিশ্বকাপ হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত।