ভারতকে গুঁড়িয়ে ইংল্যান্ডের বোনাস পয়েন্টসহ জয়

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দুটি ম্যাচ হারল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 10:30 AM
Updated : 20 Jan 2015, 10:30 AM

মঙ্গলবার ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। দলের ১ রানে ফিরে যান শিখর ধাওয়ান।

শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করেন অজিঙ্কা রাহানে ও অম্বাতি রাইডু। দ্বিতীয় উইকেটে ৫৬ রান তুলে রাহানে ব্যক্তিগত ৩৩ রানে আউট হলে তাদের প্রতিরোধ ভাঙে।

এরপর ফিনের গতির ঝড়ে এলোমেলো হয়ে যায় ভারতের ইনিংস। রাহানের পর একে একে তিনি তুলে নেন বিরাট কোহলি, রাইডু ও মহেন্দ্র সিং ধোনিকে। মাঝে মইন আলি আউট করেন সুরেশ রায়নাকে।

সব মিলিয়ে ১ উইকেটে ৫৭ থেকে ভারতের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৩৭।

পরে আরও অকসর প্যাটেলের উইকেটটিও নেন ফিন। সব মিলিয়ে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে বড় ইনিংস গড়তে দেননি এই পেসার।

ফিন টপঅর্ডার আর মিডলঅর্ডার গুড়িয়ে দেয়ার পর ভারতের লেজটুকু গুটিয়ে দেন অ্যান্ডারসন। ১৮ রানে ৪ উইকেট নেন এই পেসার।

এই দুজনের পেসে ৩৯.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন স্টুয়ার্ট বিনি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয়ে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ২৫ রানে মইনের উইকেট হারালেও ইয়ান বেল ও জেমস টেইলরের দুটি অর্ধশতকে ২৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে একটি বোনাস পয়েন্টও তুলে নেয় তারা।
একটি মাত্র উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে নেয় ইংল্যান্ড। বেল ৮৮ ও টেইলর ৫৬ রানে অপরাজিত থাকেন।
অসাধারণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার পান ফিন।
দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে যাওয়া ভারত ত্রিদেশীয় সিরিজে তাদের পরের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে ম্যাচটি হবে আগামী সোমবার।
এর আগে শুক্রবার হোবার্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
সিরিজে প্রত্যেক দলেরই ২টি করে ম্যাচ শেষ হয়েছে। ৯ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৫। ভারত এখনো কোনো পয়েন্ট পায়নি।
পহেলা ফেব্রুয়ারি পার্থে সিরিজের ফাইনাল খেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৯.৩ ওভারে ১৫৩ (রাহানে ৩৩, ধাওয়ান ১, রাইডু ২৩, কোহলি ৪, রায়না ১, ধোনি ৩৪, বিনি ৪৪, প্যাটেল ০, ভুবনেশ্বর ৫, স্যামি ১, যাদব ০*; ফিন ৫/৩৩, অ্যান্ডারসন ৪/১৮, মইন ১/৩১)।
ইংল্যান্ড: ২৭.৩ ওভারে ১৫৬/১ (বেল ৮৮*, মইন ৮, টেইলর ৫৬*; বিনি ১/৩৪)।
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: স্টিভেন ফিন (ইংল্যান্ড)।