জিম্বাবুয়ের কোচ হচ্ছেন হোয়াটমোর

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোর। আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন দায়িত্বে কাজ শুরু করবেন বাংলাদেশের সাবেক এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 12:07 PM
Updated : 28 Dec 2014, 12:07 PM

অস্ট্রেলিয়ার দৈনিক টেলিগ্রাফ জানায়, হোয়াটমোরের অধীনে আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডে বিশ্বকাপ শেষে ৬০ বছর বয়সী এই কোচের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দীর্ঘ মেয়াদী চুক্তি করবে।

এবারই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের কোচ হচ্ছেন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকা হোয়াটমোর।

তার আগে ১৯৯৬ সালে হোয়াটমোরের অধীনে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। আর ২০১২-১৪ সাল পাকিস্তানের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।

গত ১৮ ডিসেম্বর কোচ স্টিভেন ম্যানগনগোকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তার অধীনে বাংলাদেশের কাছে টানা আট ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে।