দোলেশ্বরের প্রতিশোধে পুড়ল প্রাইম ব্যাংক

সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা লড়াই আরো জমিয়ে দিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2014, 12:25 PM
Updated : 27 Dec 2014, 12:25 PM

সুপার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানে আছে আবাহনী ও প্রাইম ব্যাংক। ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে আছে প্রাইম দোলেশ্বরও।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে দেলোয়ার হোসেনের মারাত্মক বোলিংয়ে ৩৫ ওভার ৪ বলে ১৫৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক।

সর্বোচ্চ ৩৭ রান করেন শুভাগত হোম চৌধুরী। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে তাইবুর পারভেজের ব্যাট থেকে।

এছাড়া আর কেউ ভালো করতে না পারায় লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি প্রাইম ব্যাংক।

২৬ রানে ৫ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সেরা বোলার দেলোয়ার। চমৎকার বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই পেসার।

এছাড়া ইলিয়াস সানি তিনটি ও হাবিবুর রহমান দুটি উইকেট নেন।

জবাবে ২৮ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।

লিগে প্রথম দেখায় হারের প্রতিশোধ নেয়ায় বড় অবদান রনি তালুকদারের। মাত্র ৬০ বলে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান উদ্বোধনী এই ব্যাটসম্যান।

রনির বিদায়ের পর বাকি কাজটুকু ইংল্যান্ডের ডেভিড মালানকে নিয়ে সহজেই সারেন অধিনায়ক মুশফিকুর রহিম।