এলগারের শতক, অপেক্ষায় দু প্লেসি

ডিন এলগার ও ফাফ দু প্লেসির দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 04:46 PM
Updated : 26 Dec 2014, 04:46 PM

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৭০ রান। দু প্লেসি ৯৯ ও অধিনায়ক হাশিম আমলা ১৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েছেন এই দুই জনে।

আগের ম্যাচেই প্রথমবারের মতো শূন্য রানে আউট হওয়া দু প্লেসি চতুর্থ টেস্ট শতকের দ্বারপ্রান্তে আছেন। তার ২২৮ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

শুক্রবার সেন্ট জর্জেস পার্কে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। এলগারের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে বিদায় নেন আলভিরো পিটারসেন।

দ্বিতীয় উইকেটে দু প্লেসিকে নিয়ে প্রতিরোধ গড়েন এলগার। তিনি অভিষিক্ত কেনরয় পিটার্সের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হলে ভাঙে ৬২.২ বল স্থায়ী ১৭৯ রানের জুটি।

এই জুটি গড়ার পথে নিজের তৃতীয় টেস্ট শতকে পৌঁছান এলগার। ক্যারিয়ার সেরা ১২১ রান করতে ২৩৯ বল খেলেন তিনি। তার ইনিংসটি গড়া ১৮টি চারে।

প্রথম টেস্ট ইনিংস ও ২২০ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা:
২৭০/২ (এলগার ১২১, পিটারসন ১৭, দু প্লেসি ৯৯*, আমলা ১৭*; পিটার্স ১/৪৪, গ্যাব্রিয়েল ১/৫২)