অবশেষে ওয়ানডে দলে স্যামি

অবশেষে ড্যারেন স্যামিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ওয়ানডে সিরিজের দলে জায়গা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 09:30 AM
Updated : 25 Dec 2014, 09:33 AM

চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষের পাঁচ ওয়ানডের সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করে। ওই দল থেকে স্যামি ছাড়াও ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ডকে বাদ দিয়েছিল নির্বাচকরা।

বোর্ডের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং। তিনি লেখেন, নিজেদের ভুলগুলো না দেখে বোর্ড ক্রিকেটারদের শাস্তি দিচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা ১১৫ ওয়ানডেতে ১ হাজার ৫৮৭ রানের পাশাপাশি ৭৯টি উইকেটও আছে সেন্ট লুসিয়ার এই অলরাউন্ডারের। স্যামি বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন।

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যের পাঁচ ওয়ানডের সিরিজ আগামী ১৬ জানুয়ারি ডারবানের ম্যাচ দিয়ে শুরু হবে।