‘জনসনকে খেপানোই কাল হয়েছে ভারতের’

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে ‘স্লেজিং’ করে ভারত নিজেদের বিপদ ডেকে আনে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 11:10 AM
Updated : 24 Dec 2014, 02:04 PM

তেতে থাকা জনসন অসাধারণ এক স্পেলে ভারতের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দেন।

ব্রিসবেন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৪ উইকেট নেন জনসন। গত শনিবার ম্যাচের চতুর্থ দিন সকালে বল হাতে জাদুকরি এক স্পেল করেন তিনি। ৪ ওভারের ছোট সেই স্পেলে ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট।

জনসনের এভাবে জ্বলে ওঠায় ভারতই সাহায্য করেছিল বলে জানান ব্রিসবেন টেস্টে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯৩ বলে ৮৮ রান করেন জনসন। ব্যাট করার সময় ভারতের ফিল্ডাররা তাকে খেপানোর চেষ্টা করে।

হ্যাজলউড বলেন, এটাই জনসনকে তাতিয়ে দিয়েছিল।

“আমাদের আঘাত করতে চাওয়াটা গ্যাবাতে তাদের দিকেই ফিরে গেছে এবং মিচ (মিচেল জনসন) জ্বলে ওঠে। দ্বিতীয় ইনিংসে তাকে কিছু উইকেট তুলে নিতে দেখাটা ছিল দারুণ। সত্যি সে জ্বলে উঠেছিল এবং দ্রুতগতিতে বল করে।”

ব্রিসবেনে টেস্টে চার দিনের মধ্যে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসের ৫ উইকেটসহ অভিষেক টেস্টেই ৭ উইকেট নেয়া হ্যাজলউডের লক্ষ্য এখন মেলবোর্নে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করা।

“তাদের শুরুতেই ভেঙেচুরে ফেলতে পারলে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে) খেলাটিকে ৩-০ ব্যবধানের দিকে নিয়ে যেতে পারব।”

মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারতের সিরিজের তৃতীয় টেস্টটি শুরু হবে আগামী শুক্রবার।