নিষিদ্ধ জিম্বাবুয়ের ওয়ালার

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য জিম্বাবুয়ের অনিয়মিত অফস্পিনার ম্যালকম ওয়ালারকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 02:35 PM
Updated : 23 Dec 2014, 02:35 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বিশ্লেষণে দেখা গেছে, জিম্বাবুয়ের ওয়ালারের বোলিং অ্যাকশন অবৈধ।

বাংলাদেশের বিপক্ষে খুলনায় দ্বিতীয় টেস্ট শেষে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। নিয়ম অনুযায়ী ৭ ডিসেম্বর প্রিটোরিয়ার হাই পারফরম্যান্স সেন্টারে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

বিশ্লেষণে দেখা গেছে, ওয়ালারের কনুই আইসিসির নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

খুলনায় জিম্বাবুয়ের ১৬২ রানে হারা সেই টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন ওয়ালার।

বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর আবার পরীক্ষার আবেদন করতে পারবেন তিনি।