এবার বাউন্সারে লুটিয়ে পড়লেন ওয়াটসন

নেটে অনুশীলনের সময় সতীর্থের বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, হেলমেটে বল লাগার পর ধাক্কা খেলেও এখন ওয়াটসন ভালো আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 12:08 PM
Updated : 23 Dec 2014, 12:08 PM

মঙ্গলবার নেটে ব্যাট করার সময় জেমস প্যাটিনসনের শর্ট বল ওয়াটসনের হেলমেটে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এরপর আর অনুশীলন করেননি তিনি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ওয়াটসনের নিজের জায়গাটা নড়বড়ে হয়ে আছে। শুক্রবার ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের আগে আরেকটা ধাক্কা খেলেন এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড টুইটারে জানায়, বাউন্সার হেলমেটে লাগায় ওয়াটসন মানসিকভাবে একটু ধাক্কা খেয়েছে, তবে তিনি ভালো আছেন।

ব্র্যাড হাডিন সতীর্থের বলেন, “ওয়াটসনের সঙ্গে কথা হয়েছে। সে একটু ধাক্কা খেয়েছে। এটা যে কারো বেলায় হতে পারে।”

ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে।

এ মাসের শুরুর দিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস। মাথায় অস্ত্রোপচারের পর দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি।